Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৪, ০৬:১৯ পিএম


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় বেলাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রনীনগর কুমুরপুর এলাকার মৃত মুরসাদির ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ১১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৫শ গ্রাম হেরোইন ও একটি ট্রাকসহ বেলালকে আটক করা হয়।

এ ঘটনার পরের দিন র‌্যাবের এসআই মো. তোফাজ্জল হোসেন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই মো. ওবায়দুল হক তদন্ত শেষে ২০২১ সালের  ১৯ ফেব্রুয়ারি বেলালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বেলাল হোসেন এই দণ্ডা প্রদান করেন আদালতের বিচারক।

ইএইচ

Link copied!