Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বিরামপুরে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের খাবার দিল উপজেলা প্রশাসন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৪, ০৬:৪৩ পিএম


বিরামপুরে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের খাবার দিল উপজেলা প্রশাসন

দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন সড়ক ও মোড়ে ট্রাফিকে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের উপহার হিসেবে দুপুরের খাবারের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে এসব শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পৌর শহরের কলাবাগান, ঢাকা মোড়, পূর্বপাড়া মোড় ও দোয়েল মোড়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন– উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, সেনাবাহিনী বিরামপুর ক্যাম্প ওয়ারেন্ট অফিসার রাজা মিয়া, অফিসার ইনর্চাজ তদন্ত মমিনুল ইসলামসহ আরও অনেকে।

ইএইচ

Link copied!