Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গোয়ালন্দ ২৬ দিন বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৪, ০৬:৫৯ পিএম


গোয়ালন্দ ২৬ দিন বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু

কোটা সংস্কারের সংস্কার আন্দোলনের সময় নিরাপত্তা ঝুঁকিতে দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাট রুটে মেইল ও লোকাল (শাটল) ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজবাড়ী রেলস্টেশন থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা গেছে, রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে সকাল ৬টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘শাটল’ চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়।

পরবর্তী সময়ে এই ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

যাত্রীরা বলেন, দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় আমাদের যাতায়াতের অনেক অসুবিধা হয়েছে। আজ থেকে মেইল ও লোকাল ট্রেন চালু হওয়াতে একটু স্বস্তি ফিরেছে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৬ দিন পর আজ সকাল থেকে মেইল ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা কমিউটার ট্রেনটি লাইন সমস্যার কারণে ঢাকায় না গিয়ে ভাঙ্গা পর্যন্ত যাচ্ছে। এছাড়া আন্তঃনগর ট্রেনগুলো ১৫ আগস্ট চলাচল শুরু হবে এবং চন্দনা কমিউটার ট্রেনটি পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, নিরাপত্তা জনিত কারণে গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল।

ইএইচ

Link copied!