Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সেন্টমার্টিনে এক হাজার ২০০ পরিবারে মধ্যে কোস্টগার্ডের খাদ্যসামগ্রী বিতরণ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৪, ০৭:৩৪ পিএম


সেন্টমার্টিনে এক হাজার ২০০ পরিবারে মধ্যে কোস্টগার্ডের খাদ্যসামগ্রী বিতরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে ১ হাজার ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার সকাল থেকে সেন্টমার্টিন হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয় দুইদিনের এই কর্মসূচি।

কোস্টগার্ড জানান, সাম্প্রতিক সময় বৈরি আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন এ খাদ্যসামগ্রী পরিবহণ কিছুটা দুরূহ হওয়ায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিন এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়।

সেন্টমার্টিন দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসীদের মাঝে দুই দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির আওতায় মঙ্গলবারে দ্বীপবাসীদের মাঝে বিভিন্ন খাদ্যসমগ্রী প্রাদান করেছে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন।

এই কার্যক্রমে অধিনায়ক তাজউদ্দিন কমান্ডার মোহাম্মদ মো. আশরাফুল আলম, স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লেফটেন্যান্ট মো. মিজানুল হক ইমরানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই কার্যক্রমে ১ হাজার ২০০ পরিবারকে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

ইএইচ

Link copied!