Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

লক্ষ্মীপুরে হিন্দু নেতাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের মতবিনিময়

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৪, ০৮:০৭ পিএম


লক্ষ্মীপুরে হিন্দু নেতাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের মতবিনিময়

লক্ষ্মীপুরে সনাতন সম্প্রদায়ের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

মঙ্গলবার বিকালে শহরের শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউর আখড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট জহর লাল ভৌমিক, জেলা শাখার সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক ঝুটন কুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক আরমান হোসেন, বায়োজিদ হোসেন, সারোয়ার হোসেন, বেলায়েত পাটোয়ারি সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা এই বাংলায় কোনো জাতিগত বৈষম্য চাইনা। আমরা সম অধিকার নিয়ে বাঁচতে চাই। আমাদের বাসস্থান, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া রাষ্ট্র সংস্কারে এগিয়ে আসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় ছাত্রনেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা স্বৈরাচারী সরকারকে পতন করে নতুন বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে আর কোনো প্রকার অশান্তি ও বিশৃঙ্খলা পরিবেশ দেখতে চাই না। সব সময় আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের সুখে-দুঃখে পাশে থাকবো।

ইএইচ

Link copied!