Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ছাত্র আন্দোলনে ফেনীতে প্রথম নিহত কাওছারের পরিবারকে জামায়াতের লাখ টাকার চেক

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৪, ০৮:৩০ পিএম


ছাত্র আন্দোলনে ফেনীতে প্রথম নিহত কাওছারের পরিবারকে জামায়াতের লাখ টাকার চেক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর প্রথম নিহত ইকরাম হোসাইন কাউছারের কবর জিয়ারত ও তার পরিবারকে লাখ টাকার চেক প্রদান করেছেন জামায়াত ইসলামী ফেনী জেলা শাখা।

মঙ্গলবার জেলার পরশুরাম উপজেলাস্থ শহীদের কবর জিয়ারত শেষে দলটির জেলা আমির একেএম শামসুদ্দিন কাউছারের পিতা মাওলানা মোহাম্মদ আনোয়ারের সাথে কথা বলেন।

এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে মহান আল্লাহর দরবারে রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- ফেনী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি মাওলানা আবদুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, উপজেলা আমির মাওলানা আব্দুল হালিমসহ উপজেলা জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।

পরে জেলা আমির কাউছারের পিতার হাতে সংগঠনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।

ইএইচ

Link copied!