Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জুবায়ের পাশে শিবির

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৪, ০৮:৩৭ পিএম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জুবায়ের পাশে শিবির

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে এক চোখ হারিয়েছে জুবায়ের। এমন একটি সংবাদ কয়েকটি জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রচার হয়।

এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই আহত জুবায়েরের পাশে দাড়িয়েছে সিরাজগঞ্জ জেলার মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস ও জামায়ার-শিবিরের নেতাকর্মীরা।

সোমবার সকালে মামুন বিশ্বাস জুবায়েরের বাড়িতে এসে ফেসবুক বন্ধুদের সহায়তায় জুবায়েরের চিকিৎসার জন্য অর্থের ব্যবস্থা করার আশ্বাস দেন এবং বিকাল ৪টায় জুবায়েরের বাড়িতে দেখতে আসেন জামায়াতের কামারখন্দ উপজেলা শাখার আমির ইউসুফ আলী।

এ সময় জুবায়েরের সার্বিক খোঁজখবর নেন ও জুবায়েরের হাতে প্রাথমিকভাবে নগদ ১০ হাজার টাকা তুলে দেন আমির। পরবর্তীতে জুবায়েরের চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

ইএইচ

Link copied!