Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৪, ০৯:২৬ পিএম


কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালের দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া বালুঘাটের সম্মুখে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নিশ্চিত করেছেন মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম।

মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের আব্দুল হান্নান জানান, কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে রানাখড়িয়া বালুঘাটের সম্মুখে সম্ভবত সোমবার রাতে কে বা কারা এই যুবককে হত্যা করে লাশ ফেলে যায়। এখন পর্যন্ত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!