Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে মন্দির-গির্জা পাহারায় আনসার ভিডিপির সদস্যরা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ১৪, ২০২৪, ০১:১৩ এএম


মধুপুরে মন্দির-গির্জা পাহারায় আনসার ভিডিপির সদস্যরা

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ আনসার ভিডিপির সদস্যরা নিজ উদ্যোগে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. মোনসের আলী ও ফুলবাগচালা ইউনিয়নের ভিডিপির দলনেতা মো. কামাল হোসেনের নেতৃত্বে যৌথ টিম গঠন করে শোলাকুড়ি ও ফুলবাগচালা ইউনিয়নের প্রতিটি মন্দির গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় পাহারা দিচ্ছে।

এ বিষয়ে ভিডিপি দল নেতারা বলেন, কোন দুস্কৃতকারীরা যাতে কোন ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সে লক্ষ্যে আমরা সার্বক্ষণিক পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। দেশের আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা স্বেচ্ছায় এ দায়িত্ব পালন করে যাচ্ছি।

ইএইচ

Link copied!