মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
আগস্ট ১৪, ২০২৪, ০২:০১ পিএম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
আগস্ট ১৪, ২০২৪, ০২:০১ পিএম
শেখ হাসিনার বিচারের দাবিতে মোংলায় অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপি। উপজেলা বিএনপির আয়োজনে বুধবার সকাল ১১টায় চাঁদপাই`র মোড়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
এই অবস্থান কর্মসূচি ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন রনি। এ সময় বক্তারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানান।
বক্তারা নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন কোথাও কারো চিংড়ি ঘের দখল ও হামলা-ভাংচুর না করেন। এসব করলে দায়দায়িত্ব তারই, দলের নয়। দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে হুঁশিয়ারি করেন বক্তারা।
অবস্থান কর্মসূচি শেষে শেখ হাসিনার বিচারের দাবিতে চাঁদপাই মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিএনপি। এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবিসহ তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিআরইউ