Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইশমামের ভাইকে চাকরি দিয়ে প্রশংসিত জেলা প্রশাসক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম ব্যুরো:

আগস্ট ১৪, ২০২৪, ০৩:৪০ পিএম


ইশমামের ভাইকে চাকরি দিয়ে প্রশংসিত জেলা প্রশাসক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ইশমামের বড় ভাই মুহিবুল হক চাকরি পেয়েছেন। গত ১০ আগস্ট তাঁর পরিবার পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান কথা দিয়ে ছিলেন, পরিবারের একজনকে চাকরি দিবেন।

আজ বুধবার (১৪ আগস্ট) চাকরির নিয়োগপত্র শহিদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের হাতে তুলে দেন জেলা প্রশাসক। অতিদ্রুত চাকরি দেওয়ায় প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরলোকগত চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান শহিদ ইশমামের বড় ভাই মুহিবুল হককে চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, শহিদ ইশমামের পরিবারকে সবসময় সকল প্রকার সহযোগিতা দিবেন জেলা প্রশাসক ও সরকার।

উল্লেখ্য, চাকরি পাওয়া মুহিবুল হক শহিদ ইশমামের বড় ভাই ও নুরুল হক এবং শাহেদা বেগমের পুত্র।

বিআরইউ

Link copied!