বরিশাল ব্যুরো
আগস্ট ১৪, ২০২৪, ০৭:৩০ পিএম
বরিশাল ব্যুরো
আগস্ট ১৪, ২০২৪, ০৭:৩০ পিএম
বরিশাল বিভাগীয় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক মতবানিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাত পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা।
মতবিনিময় সভায় তিনি বলেন, গত ২০ জুলাই থেকে সারা দেশে বিভিন্ন বাহিনী মোতায়ন আছে। তিনি ধন্যবাদ জানান পুলিশ কর্মকর্তাদের। তারা পুনরায় দায়িত্ব ফিরেছে সকলের সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করছেন। তিনি বলেন, বরিশাল বিভাগে ৫০ টি থানায় কোন আক্রমণ হয়নি। একটি পুলিশকে ফায়ার করতে হয়নি। একটা অস্ত্র হারায়নি। বরিশাল বিভাগে আমরা অনেক ভালো ছিলাম।
এজন্য তিনি সর্বস্তরের প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে কারো মধ্যে কোন দূরত্ব না থাকে, যেখানে সব দল মত নির্বিশেষে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে। ট্র্যাফিক ও পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে বলেও জানান তিনি। এসময় তিনি বেশ কিছু বিষয় উপস্থাপন করেন। যারমধ্যে ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তার স্বার্থে যাযা করণীয় তা করা হবে। বিভিন্ন এলাকায় সাধারণ জনতার পাশাপাশি ছাত্রদের নিয়ে কমিউনিটি পুলিশ কার্যক্রম করা যাতে পারে। এখন থেকে সেনা,পুলিশ র্যাব, যৌথ ভাবে পেট্রোল কার্যক্রম করা, ১৫ আগস্টকে সামনে রেখে কোন সার্থেনেশী মহল ফায়দা লুটতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।
ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, অনতি বিলম্বের ছাত্র-ছাত্রীরা যাতে স্কুলে যোগদান করে। এবিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়। আয়োজিত মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, পুলিশ কমিশনার জিহাদুল কবির, বরিশাল রেঞ্জ ডিআইজি মো.ইলিয়াছ শরীফ সহ সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
আরএস