Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

অভয়নগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

আগস্ট ১৪, ২০২৪, ০৮:০৩ পিএম


অভয়নগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার গ্রেফতার ও বিচারের করার দাবিতে যশোরের অভয়নগরে বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল করেছে বিএনপি। বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অভয়নগর থানা বিএনপি, নওয়াপাড়া পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই মাঠে নির্ধারিত সময়ের আগে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। দলের নেতা-কর্মীরা সেখানে দুই ঘণ্টা ব্যাপী আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা শেখ হাসিনা ও তাঁর দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে যশোর-খুলনা মহাসড়কে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নওয়াপাড়া স্টেশন রাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, থানা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান মোল্যা, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, সদস্য সচিব হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন রাহাত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইম উদ্দিন বিজয়, পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আরশাদুল ইসলাম।

আলোচনা সভা সঞ্চালনা করেন, থানা বিএনপির সদস্য শেখ আসাদুল্লাহ্ আাসাদ ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন খান।

আরএস


 

Link copied!