Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে আইন-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিশেষ সভা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

আগস্ট ১৪, ২০২৪, ০৮:০৪ পিএম


বাকেরগঞ্জে আইন-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিশেষ সভা

বরিশালের বাকেরগঞ্জে আইন-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ আগস্ট) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বের বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন মেজর মো. মাহমুদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন শাহ মো. মেজবাহ উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কেএম ইশমাম, অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহিন তালুকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর শীল, ফাদার খোকন নকরেক চাচ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি নাছির উদ্দিন রোকন ডাকুয়া, সাধরণ সম্পাদক মো. মাহামুদুল হাসান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবনুর আকন, আল আমিন প্রমূখ।

সভায় ১৫ আগস্ট ও দুর্গাপূজা ঘিরে নাশকতারোধে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

আরএস

Link copied!