Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫,

শেখ হাসিনার বিচারের দাবিতে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ১৪, ২০২৪, ০৮:১২ পিএম


শেখ হাসিনার বিচারের দাবিতে মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

কোটা সংস্কার আন্দোলন ছাত্র-জনতাকে হত্যা, হামলা, মামলার প্রতিবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫টার সময় উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোড়াই আন্ডারপাস এলাকায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে অবস্থান কর্মসূচি ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলীয় নেতাকর্মীরা।

এসময় গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম নূরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম।

এছাড়াও অন্যান্যের মধ্যে, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সদস্য এমদাদুল হক চাঁনমিয়াসহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস


 

Link copied!