Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মহেশপুরে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

আগস্ট ১৪, ২০২৪, ১১:৫৭ পিএম


মহেশপুরে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নাগরিক ফোরামের উদ্যোগে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক ইসমাইল হোসেন পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবক ও রাজনীতিবিদ অধ্যাপক মতিয়ার রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই, নাটিমা ফাজিল মাদরাসার প্রভাষক ফারুক আহাম্মেদ, পেশাজীবী সমিতির সভাপতি লুৎফর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস, সহ-সভাপতি অ্যাডভোকেট তুয়ার কান্তি রায়, সুকুমার চ্যাটার্জি প্রমুখ।

ইএইচ

Link copied!