Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শেখ হাসিনার বিচারের দাবিতে মহেশপুরে যুবদলের বিক্ষোভ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

আগস্ট ১৫, ২০২৪, ১০:২৮ এএম


শেখ হাসিনার বিচারের দাবিতে মহেশপুরে যুবদলের বিক্ষোভ

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকেলে যুবদল শহরে এই বিক্ষোভ মিছিল করে। 

মহেশপুর কলেজ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এরপর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু প্রমুখ।

বিআরইউ

Link copied!