গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৪, ০৩:১১ পিএম
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৪, ০৩:১১ পিএম
সারাদেশের ন্যায় গুরুদাসপুরেও থানা-পুলিশ, সেনাবাহিনী এবং প্রশাসন একযোগে অভিযান পরিচালনা করছে। এই অভিযানের ফলে এলাকায় জনসাধারণের মধ্যে স্বস্তির আমেজ ফিরে এসেছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপজেলায় বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপাট এবং জবরদখলের ঘটনা বেড়ে গিয়েছিল।
থানার পুলিশ বাহিনীর কর্মবিরতি এবং বিভিন্ন দাবির কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। তবে, এখন প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ একযোগে কাজ শুরু করায় এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা কমে এসেছে এবং এলাকাবাসীর মধ্যে স্বাভাবিক জীবনের ধারাবাহিকতা ফিরে আসছে।
গুরুদাসপুরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এলাকার জনগণ এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলছেন, এই যৌথ অভিযান তাদের নিরাপত্তা এবং শান্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ