Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তালা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির আলোচনা সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৩:২৬ পিএম


তালা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির আলোচনা সভা

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক এম এ হাকিমের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হায়দারের সঞ্চালনায় বক্তব্য দেন, যুগ্ম-আহ্বায়ক গাজী সুলতান আহম্মেদ, গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সদস্য রোকনুজ্জামান টিপু, শফিকুল ইসলাম শফি, জাহাঙ্গীর হোসেন, অর্জুন বিশ্বাস, সেকেন্দার আবু জাফর বাবু, ইয়াছিন হোসেন, কাজী আরিফুল হক (ভুলু), কামরুজ্জামান মিঠু, এসকে রায়হান, আসাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, শিরিনা সুলতানা, খলিলুর রহমান, সুমন রায় গণেশ, মো. বিল্লাল হোসেন, সন্তোষ ঘোষ, রিয়াদ হোসেন, ইমরান হোসেন প্রমুখ।

আলোচনা সভায় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ইএইচ

Link copied!