Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

করিমগঞ্জে গাজি ইন্ডাস্ট্রির লুট হওয়া চল্লিশ লক্ষ টাকার মালামাল উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৩:৩৬ পিএম


করিমগঞ্জে গাজি ইন্ডাস্ট্রির লুট হওয়া চল্লিশ লক্ষ টাকার মালামাল উদ্ধার

নারায়ণগঞ্জের গাজি ইন্ডাস্ট্রি থেকে লুট করা চল্লিশ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে এ মালামাল উদ্ধার করা হয়। এ নিয়ে গত চার দিনে পঁচাশি লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল এসব মালামাল উদ্ধার করে। এসময় এসব মালামাল বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে গাজি ট্যাংক, গাজি মটর ও বিপুল পরিমাণ অন্যান্য সামগ্রী ছিল।

বুধবার বিকালে উপজেলার গুনধর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এসব সামগ্রী গাজি ইন্ডাস্ট্রির জেলা বিক্রয় প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. তানভীর হাসান, গুনধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম রাসেল ভূঞা, জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এর আগে গত শনি ও রোববার একই উপজেলা থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করে গাজি ইন্ডাস্ট্রির প্রতিনিধির কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

ইএইচ

Link copied!