Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে কুজেন্দ্র লালসহ আ.লীগের ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

আগস্ট ১৫, ২০২৪, ০৪:০৬ পিএম


খাগড়াছড়িতে কুজেন্দ্র লালসহ আ.লীগের ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

খাগড়াছড়িতে বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বাস ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় ৮ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালের দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৩ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ফখরুল ইসলাম মামলা গ্রহণ করার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গেল ৪ আগস্ট খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দেশীয় তৈরি অস্ত্র নিয়ে ধাওয়া করা হয়।

এ সময় ছাত্র-জনতার ওপর হামলার একপর্যায়ে সশস্ত্র সন্ত্রাসীরা শহরের কলাবাগানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

বিআরইউ

Link copied!