Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বোরহানউদ্দিনে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৪:৪৫ পিএম


বোরহানউদ্দিনে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী স্বৈরাচারী শাসক শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মসূচি সফল করতে উপজেলার পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বোরহানউদ্দিন পৌরশহরের উত্তর বাসস্ট্যান্ডের সমাবেশ স্থলে জড়ো হন। অবস্থান কর্মসূচি পালনের পর নেতাকর্মীরা স্বৈরাচারী হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি অবস্থানস্থল থেকে শুরু হয়ে বোরহানউদ্দিন থানার সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খাঁন এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কাজী, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, পৌর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান লিটন, সহ-সভাপতি আ. রব হাওলাদার, সহ-সভাপতি বশির আহমেদ, সহ-সভাপতি আলী আকবর পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার পুত্র বিএনপি নেতা মেহেদী হাসান সাগর, উপজেলা শ্রমিকদল সভাপতি আলমগীর মাতাব্বর, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম খাঁন, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক রুবেল কাজী, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দানিশ চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাওন, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, আঃ জব্বার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈকত জাহান হৃদয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান হাওলাদার, সদস্য সচিব শিপন হাওলাদার,দেউলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ হাওলাদার, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আলী আকবর, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক টিপু, পৌর ছাত্র নেতা আকরাম পাশা, ফরহাদ চৌধুরী সহ পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাবেবক দল, ছাত্রদল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান তার সমাপনী বক্তব্যে বলেন, খুনি হাসিনাসহ তার সকল দোসরদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার জোর দাবি দাবি জানাচ্ছি।

উপজেলার নেতাকর্মীদের সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন- আপনারা স্ব-স্ব এলাকায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন।

ইএইচ

Link copied!