Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ ও র‍্যালি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৪:৫৩ পিএম


বাকেরগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ ও র‍্যালি

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শান্তি সমাবেশ ও র‍্যালি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশ শুরু হয়।

বাকেরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন মিসেস সেলিনা হোসেন বাবলী।

শান্তি সমাবেশে বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জুয়েল, জাহাঙ্গীর আলম ভিপি দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলিম জোমাদ্দার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুল হুদা সুমন, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালাম, উপজেলা শ্রমিক দল সভাপতি এস এম মনিরুজ্জামান মনির, পৌর শ্রমিক দল সভাপতি আ: খালেক হাওলাদার, পৌর ছাত্রদল আহ্বায়ক রুহুল আমিন, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলাল, সদস্য সচিব জসিম হাওলাদার প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়।

ইএইচ

Link copied!