Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

সাভারে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভার (ঢাকা) প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৫:০১ পিএম


সাভারে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে ও ১৫ আগস্ট উপলক্ষ্যে নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে সাভার উপজেলায় আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে সাভার থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে  সাভার থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মো. জামাল উদ্দিন সরকারের উদ্যোগে ও যুবদল নেতা ইয়ার মো. ইয়াছিন সরকার শাওনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করে।

এ উপলক্ষ্যে সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের উদ্যোগে ও যুবদল নেতা শাওন সরকারের নেতৃত্বে পাঁচ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে সাভারের রেডিও কলোনি এলাকা পর্যন্ত মহড়া দেওয়া হয়।

এ সময় এক বক্তৃতায় ইয়ার মো. ইয়াছিন সরকার শাওন বলেন, আমরা আওয়ামী লীগের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। যাতে নতুন করে তারা আর কোন সহিংসতা করতে না পারে। এতদিন যে সমস্ত বিএনপির নামধারী নেতাকর্মী আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছে তাদের ক্ষমা নেই। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল্লাহ।

ইএইচ

Link copied!