Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভৈরবে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৫:০৬ পিএম


ভৈরবে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে ভৈরব পৌর মাতৃসদন মাঠে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির (ময়মনসিংহ) সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

এ সময় প্রধান অতিথি বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনাসহ ঘটনার সাথে জড়িত প্রত্যেককে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান তিনি।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান প্রমুখ।

অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।  

ইএইচ

Link copied!