Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৫:১৭ পিএম


শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন ওই স্কুলের ছাত্রীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে গোয়ালন্দ শহরের প্রধান সড়কে বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আসলাম হোসেনের পদত্যাগের দাবিতে ছাত্রীরা মানববন্ধন করে।

এ সময় ছাত্রীরা বিদ্যালয়ে যৌন হয়রানি মানি না, মানবো না স্লোগান দিতে থাকেন।

শিক্ষক আসলামের বিরুদ্ধে যৌন হয়রানির বর্ণনা দিতে গিয়ে একাধিক ছাত্রী কেঁদে ফেলেন। তারা বলেন— স্যার হচ্ছে আমাদের বাবা সমতুল্য, সেই বাবা কি করে আমাদেরকে এমন কুপ্রস্তাব দিতে পারে।

এ বিষয়ে আমরা বুধবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। এর পর থেকেই আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। 
পরে বেলা ১১টার দিকে ছাত্রীদের তোপের মুখে শিক্ষক আসলাম হোসেনকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ হেফাজতে নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অভিযুক্ত শিক্ষক আপাতত পুলিশ হেফাজতে আছে। ছাত্রীদের লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক ও ডিজি মহোদয়ের সাথে আলাপ করেছি। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!