Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে কৌতুক পরিচালককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৫:২২ পিএম


টাঙ্গাইলে কৌতুক পরিচালককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে মোতালেব হোসেন (৪৫) নামের এক কৌতুক পরিচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত মোতালেব ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, মোতালেব কৌতুক ও অশ্লীল টিকটক করতেন। বুধবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে সে এক বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে ১০-১৫জন অস্ত্রধারী দুর্বৃত্ত মোটরসাইকেলটির গতিরোধ করে। এক পর্যায়ে মোতালেব দৌড়ে পড়ে গেলে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় দুর্বৃত্তরা।

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!