Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

শেখ হাসিনার বিচারের দাবিতে ঝিনাইদহে ছাত্র জনতার বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৫:৪৯ পিএম


শেখ হাসিনার বিচারের দাবিতে ঝিনাইদহে ছাত্র জনতার বিক্ষোভ

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,  জেলা ছাত্রদল ও ছাত্র শিবির পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসব সংগঠনের কর্মীরা শহরের পায়রা চত্বর ও পোস্ট অফিস মোড়ে জড়ো হয়। সেখানে তারা দিনব্যাপী অবস্থান কর্মসূচি গ্রহণ করে।

জেলার কালীগঞ্জ, শৈলকূপা, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা শহরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পৃথকভাবে কর্মসূচি পালন করে। তবে জেলাব্যাপী কোথাও আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ই আগস্ট পালনের খবর পাওয়া যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারমিন সুলতানা জানান, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে তারা শহরের পোস্ট অফিস মোড়ে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছেন।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা যাতে শহরের কাথাও ঢুকতে না পারে সে জন্য তারা সজাগ আছে।

অপরদিকে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এমএম সোমেনুজ্জামান সোমেন জানান, পলাতক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি করেন। তাছাড়া শহরে যাতে আ’লীগের কর্মীরা নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য শত শত নেতাকর্মী পাড়ায় পাড়ায় সতর্ক পাহারা বসানো হয়েছে।

ইএইচ

Link copied!