Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

স্বাধীন রাউজানে সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না: গোলাম আকবর খোন্দকার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৭:০৮ পিএম


স্বাধীন রাউজানে সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না: গোলাম আকবর খোন্দকার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, শিক্ষার্থীদের রক্তে অর্জিত যেই স্বাধীনতা সেটিকে অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বলেন– রাউজান আজ স্বাধীন। এই স্বাধীন রাউজানে কোনো চাঁদাবাজি, জুলুম অত্যাচার সহ্য করা হবে না। এলাকায় শান্তি নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবে।

বৃহস্পতিবার চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর, পশ্চিম গুজরা ও বিনাজুরী ইউনিয়নে তিনটি পৃথক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকালে উরকিরচর ইউনিয়নের জিয়াবাজারে শান্তি সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের সওদাগরের সভাপতিত্বে ও উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এন এ বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, রাউজান পৌরসভার বিএনপির আহ্বায়ক আবু আহমেদ, সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন খান, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ, উত্তর জেলা বিএনপি নেতা দিদারুল আলম, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, সহ-সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব সম্রাট, যোগাযোগ বিষয়ক সম্পাদক জানে আলম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাজী এম এ মান্নান, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামসুল হক বাবু, বিএনপি নেতা সরাফত উল্লাহ বাবুল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, উরকিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ নাজিম, ইউনিয়ন যুবদলের সভাপতি সরোয়ার চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক শাকিল ইসলাম, পৌরসভা যুবদলের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, উত্তর জেলা যুবদল নেতা আনোয়ার আজিম, উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন ইরফান, সাধারণ সম্পাদক সাফায়ত হোসেন রাকিব, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আকবর, বিনাজুরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম মোরশেদ, পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান জনি, নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাবেদ হোসেন মুন্না,সোহেল, মিরাজ, হাসানসহ আরও অনেকে।

দুপুরে পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের মাঠে শান্তি সমাবেশে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, অ্যাডভোকেট আবু সাইদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফজলুল কাদের চৌধুরী, ইউনিয়ন বিএনপির সচিব সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুদ্দৌল্লাসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!