Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নোয়াখালীতে আমার সংবাদের সাংবাদিকের ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৭:২০ পিএম


নোয়াখালীতে আমার সংবাদের সাংবাদিকের ওপর হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে নোয়াখালীতে হওয়া আন্দোলনের সংবাদ প্রচারকে কেন্দ্র করে দৈনিক আমার সংবাদ কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এম.এস আরমানের ওপর সংঘবদ্ধ হামলা করা হয়েছে।

মামলায় কাদের মির্জার অনুসারী আব্দুল হামিদ ওরফে কালা হামিদসহ ৫ অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাত অনুমান ৯টা ৩০ মিনিটের সময় পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে পথরোধ করে কাদের মির্জার সেকেন্ড ইন কমান্ড ও হেলমেট বাহিনীর প্রধান আব্দুল হামিদ ওরফে কালা হামিদ তার দলবল নিয়ে দৈনিক আমার সংবাদের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধির ওপর অতর্কিত হামলা করে। এ সময় হামলাকারীরা অস্ত্র ঠেকিয়ে প্রায় ঘণ্টাব্যাপী মারধর করতে থাকলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। 
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। মামলা নং ৫/৯৫ তাং ১৪-০৮-২০২৪ইং।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এ বিষয়ে একটি অভিযোগও পেয়েছি, আসামিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ইএইচ

Link copied!