Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গৌরীপুরে যুবদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

গৌরীপুর প্রতিনিধি

গৌরীপুর প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৮:১২ পিএম


গৌরীপুরে যুবদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

শেখ হাসিনা তার দোসর কর্তৃক বৈষম্যবিরোধী আন্দোলনে  ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার বিচার দাবিতে গৌরীপুরে জেলা উত্তর যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা ও পৌর যুবদল, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দালাল লুটেরা, আয়না ঘরের কর্মকর্তাদেরও বিদেশে টাকা পাচারকারীদের  অবিলস্বে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচির অংশ হিসাবে মিছিল পৌর শহর প্রদক্ষিণ শেষে থানার পাশে যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন মৃধার পরিচালনায় বক্তব্য দেন- সহ-সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, আনোয়ারুল ইসলাম কামাল, মেহেদি হাসান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মোজাস্মেল হক রাছেল, সাহেব আলী, বদরুজ্জামান পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন, যুগ্ম সম্পাদক শামীম হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদ।

এ সময় উপজেলা পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসূচি পালন করেছে।

ইএইচ

Link copied!