অভয়নগর (যশোর) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৪, ০৮:৪২ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৪, ০৮:৪২ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলি বর্ষণ করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে যশোরের অভয়নগরে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে থানা ও পৌর যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে একটি মিছিল যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজারে গিয়ে শেষ হয়।
থানা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপি’র সভাপতি আবু নইম মোড়ল।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিপু মোঘল, থানা যুবদলেব সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, সদস্য সচিব আল মামুন সোহাগ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম, মাসুদ রানা তুহিন।
এদিকে উপজেলার চলিশিয়া ও পায়রা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পায়রা বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, চলিশিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক প্রেফেসর নুরুজ্জামান, সহ সভাপতি জসিমউদ্দিন বিশ্বাস, পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম মহলদার, থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিশ্বাস প্রমুখ।
ইএইচ