Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অফিস করছেন গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ১৬, ২০২৪, ০২:৩৪ পিএম


অফিস করছেন গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন জনপ্রতিনিধিরা গা ঢাকা দিলেও অফিস করছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন।

মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেন তিনি। বুধবার সকাল থেকে তিনি নগর ভবনে অফিস করছেন। এ সময় তাকে বিভিন্ন নথি ও ফাইলে স্বাক্ষর করতে দেখা গেছে।

এর আগে, মেয়র জায়েদা খাতুন গত মঙ্গলবার গাজীপুর সিটির দুটি আঞ্চলিক অফিস গাছা ও পূবাইলে গিয়ে অফিস কার্যক্রম পরিদর্শন করেন এবং নিজেও অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র সই করেন। 

এ সময় তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও নগর কর্মকর্তাদেরকে জনস্বার্থে সেবা কার্যক্রম চালিয়ে যাওয়া ও ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি সব কার্যক্রম স্বাভাবিকভাবে কাজ করার অনুরোধ করেন। এ সময় সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লালসহ বিভিন্ন কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!