Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালিয়াকৈরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৪, ০৩:২৯ পিএম


কালিয়াকৈরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী।

শুক্রবার ভোররাতে উপজেলার গোবিন্দপুর (সুধিনচালা) এলাকায় বাবুল হোসেনের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকেই পুলিশ ঘাতক স্বামী বাবুল হোসেনকে (৪৫) আটক করেছে।

নিহত আখী আক্তার (৩৬) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর (সুধিরচালা) এলাকার মো. আফাজ উদ্দিনের মেয়ে।

কালিয়াকৈর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এএফএম নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে স্বামীকে আটক ও লাশটি উদ্ধার করা হয়। তদন্তের পর হত্যার রহস্য উদঘাটন করা হবে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচ

Link copied!