Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মোনাজাত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ১৬, ২০২৪, ০৩:৩৬ পিএম


বরিশালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মোনাজাত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সাড়ে ১১টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের অনুষ্ঠানের আয়োজন করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন সদস্য সচিব আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির’র স্থায়ী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁনসহ নেতৃবৃন্দরা।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনা ও জন্মদিন উদযাপন উপলক্ষ্যে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

ইএইচ

Link copied!