Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অনেক রক্ত দিয়েছি আর রক্ত দিতে চাই না: সাবেক এমপি কালাম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৪, ০৩:৫৪ পিএম


অনেক রক্ত দিয়েছি আর রক্ত দিতে চাই না: সাবেক এমপি কালাম

অনেক রক্ত দিয়েছি আর রক্ত দিতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

বলেন, আমরা কারো উপর আঘাত করবো না যদি আঘাত আসে তবে তার সমুচিত জবাব দেয়া হবে। এছাড়াও তিনি নেতাকর্মীদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানান।

এর আগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল ৯টার সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। দুপুরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর বাইপাসে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন প্রমুখ।

এছাড়াও বিক্ষোভ মিছিলে অংশ নেয় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী।

ইএইচ

Link copied!