Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

মধ্যনগরে ধর্মীয় সম্প্রতি রক্ষা ও উসকানির বিরুদ্ধে মিছিল

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৪, ০৪:২৭ পিএম


মধ্যনগরে ধর্মীয় সম্প্রতি রক্ষা ও উসকানির বিরুদ্ধে মিছিল

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে ধর্মীয় সম্প্রতি রক্ষা ও সাম্প্রদায়িক উসকানি বিরুদ্ধে মুসল্লিদের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ আদায় শেষে মধ্যনগর বাজার বড় মসজিদের সামনে থেকে মিছিলটি সারা বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদের সামনে এসে মিছিলের সমাপ্তি হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পরপরেই বাংলাদেশে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার ভীতি কাজ করছে। ভীতিকর পরিস্থিতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়িয়ে সচেষ্ট ও সচেতন থাকতে হবে। এমনটাই প্রত্যাশা করেন মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিরা।

এ সময় উপস্থিত ছিলেন- মধ্যনগর বাজার জামে বড় মসজিদের ইমাম ও খতিব আবুল হাসান আখঞ্জী, মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার রব, সদস্য মো. আবুল হাসেম, মো. বুরহান উদ্দীন, কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান মুন্না, মো. শাকিল আহমেদ আহমেদ, মো. নুরুজ্জামান, মো. তাজুল ইসলাম, মো. তারিকুল হাসান, মো. আব্দুল জলিল, মো. মোকশেদ আলম, মো. মৌজ আলী, মো. পলাশ, মো. রাজীব হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!