Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৪, ০৪:৩৯ পিএম


গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন পালিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় শহরের ইশিকা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

দোয়া ও মিলাদ মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড্যাভোকেট মো. তৌফিকুল ইসলাম, কে এম বাবর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা কমিটির সাধারণ সম্পাদক এমএ আলম সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদল সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!