Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সৈকতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৪, ০৬:৪১ পিএম


সৈকতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আতহার নূর কায়েম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কলাতলী বিচে এই ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থী উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদ এর পুত্র। নিখোঁজ আতহার নূর কায়েম কক্সবাজার ডিসি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেন, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী শফিউল করিম।

তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি হাওয়ায় বন্ধুদের সাথে ফুটবল খেলতে আসে।ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায়। বিষয়টি আমাদের জানালে তাৎক্ষণিক সী লাইফ গার্ড নিয়ে আমরা উদ্ধারের কাজে নামি। এখনো উদ্ধার কার্যক্রম চলমান। তবে এখনো পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পিতা বশির আহমেদ বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম। আমার অজান্তেই ছেলে ঘুম থেকে উঠে সমুদ্র চলে আসে। ঘুম থেকে উঠে শুনি আমার ‍‍`ধন‍‍` সাগরে ভেসে গেছে।

ইএইচ

Link copied!