Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লালমনিরহাটে মিরাজের পরিবারের পাশে বিএনপি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৪, ০৭:৪৫ পিএম


লালমনিরহাটে মিরাজের পরিবারের পাশে বিএনপি

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী মিরাজুল ইসলাম মিরাজ খান হত্যার প্রতিবাদে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা বিএনপির উদ্যোগে নগদ অর্থ প্রদান ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার মহিষখোচায় মিরাজের বাড়িতে তার পিতার হাতে নগদ টাকা তুলে দেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আসাদুল হাবিব দুলুসহ নেতাকর্মীরা।

এ সময় শহীদ মিরাজের কবর জিয়ারত করে মোনাজাত করেন।

সম্প্রতি সমাবেশ প্রধান অতিথি বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি আসাদুল হাবিব দুলুসহ আদিতমারী উপজেলা বিএনপি আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব সালেহ উদ্দিন প্রমানিক, মহিষখোচা ইউনিয়ন যুবদলের সভাপতি ওহেদুজ্জামান ও অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন।

ইএইচ

Link copied!