Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে মহানগর যুবদলের শান্তি সমাবেশ ও র‍্যালি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৪, ০৮:০৪ পিএম


বাকেরগঞ্জে মহানগর যুবদলের শান্তি সমাবেশ ও র‍্যালি

বরিশালের বাকেরগঞ্জে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য ও জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম সিকদারের নেতৃত্বে শান্তি সমাবেশ ও র‍্যালি করা হয়েছে।

শান্তি সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শুক্রবার সকাল ৯ টায় নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজার থেকে দুই শতাধিক মোটরসাইকেল ও গাড়ির শোডাউন দিয়ে নিয়ামতি বাজারে শান্তি সমাবেশে মিলিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ামতি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়া মোনাজাত ও দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

ইএইচ

Link copied!