Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধানক্ষেতে পুঁতে রাখা ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৪, ০৮:১৯ পিএম


ধানক্ষেতে পুঁতে রাখা ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে ধানক্ষেতে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ভাঙ্গা বটতলা মাঠে ধানের জমি থেকে মাটিতে পুঁতে রাখা ১০৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্ররা মাদক উদ্ধারে পুলিশকে সহায়তা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোত্তফা হাবিবুল্লাহ পিপিএম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর থানার এসআই দীপন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় নয়টি বান্ডিলে সর্বমোট ১০৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় মালিক না থাকায় থানাতে জিডিমূলে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়েছে।

ইএইচ

Link copied!