Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফরিদপুরে চেয়ারম্যানের বাড়িতে লুটপাট-ভাঙচুর-অগ্নিসংযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৪, ০৮:৪৭ পিএম


ফরিদপুরে চেয়ারম্যানের বাড়িতে লুটপাট-ভাঙচুর-অগ্নিসংযোগ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২নং চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের নির্দলীয় স্বতন্ত্র চেয়ারম্যান বদরুজ্জামান মৃধার উপজেলা সদর বাজার-সংলগ্ন বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যার পরে চরভদ্রাসন বাজার সংলগ্ন চেয়ারম্যানের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা বাদী হয়ে গত বুধবার রাতে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, তারা অভিযোগ পেয়েছেন। শিগগির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!