Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাবার বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, প্রতিবাদে মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৪, ০২:৫৩ পিএম


রাবার বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের মধুপুরের পার্শ্ববর্তী সন্তোষপুর রাবার বাগানের ব্যাবস্থাপনা পরিচালক হারুন অর রশিদের বিরুদ্ধে কয়েকটি পত্রিকায়  মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাবার বাগানের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার দুপুরে রাবার বাগানের অফিস চত্বরে মানববন্ধনের আয়োজন করেন রাবার বাগানের সকল কর্মকর্তা ও কর্মচারী।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন- সন্তোষপুর রাবার বাগানের প্রশাসন শাখার প্রধান নোমানুর রহমান,  হিসাব শাখার ফাতেমা আক্তার ঊর্মি, ভারপ্রাপ্ত সুপার ভাইজার আসাদুজ্জামান, শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন ইমরান কবির প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- মাঠ ব্যাবস্থাপক আয়েন উদ্দিন, নিরাপত্তা হাবিলদার ইলিয়াস হোসেন, টেপিং সুপার ভাইজার হাবিবুর রহমান, টেপার আবুসাইদ, মুনজুরুল আলম, শহিদুল ইসলাম, আব্দুল হামিদ খান, মাঠকর্মী আকবর হোসেন, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম।

বক্তারা বলেন আমাদের রাবার বাগানের সুনাম নষ্ট ও ব্যাবস্থাপনা পরিচালক হারুন অর রশিদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে রাবার বাগানের সুনাম ক্ষুন্ন করে ব্যবস্থাপকের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে  পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছে যার কোন ভিত্তি নেই। আমরা এ মিথ্যা  সংবাদের প্রতিবাদ ও তীব্র  নিন্দা জানাই।

ইএইচ

Link copied!