Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

কাউনিয়ার গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৪, ০৫:১৮ পিএম


কাউনিয়ার গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

রংপুরের কাউনিয়া উপজেলার খোর্দ্দ ভূতছাড়া গ্রামের বাসিন্দা সম্পা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে বেদম মারপিট করে মুখে বিষ ঢেলে দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বামীর বাড়ির লোকজন পালিয়ে যায়।

হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই গৃহবধূ।  

কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের হুমায়ুন কবিরের কন্যা সম্পা খাতুন (২৫) এর সাথে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ গ্রামের আলেফ উদ্দিনের পুত্র শাহ আলমের সাথে ৭ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে সাকিব নামের ৪ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

নিহত সম্পার ভাই শাহজাহান আলী বলেন, আমার বোনের বিয়ের সময় ভগ্নিপতিকে নগদ এক লাখ টাকা যৌতুক দেই। এর পরেও প্রায় সময় আমার বোনকে  যৌতুকের টাকার জন্য স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ মিলে  মারপিট করতো।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!