Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবি বাগেরহাটের এইচএসসি পরিক্ষার্থীদের

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৪, ০৫:২৫ পিএম


বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবি বাগেরহাটের এইচএসসি পরিক্ষার্থীদের

বিকল্প পদ্ধতিতে বিশেষ বিবেচনায় ফলাফলের ঘোষণার দাবিতে বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি-২০২৪ ব্যাচের পরীক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, আন্দোলন চলাকালীন বহু পরীক্ষার্থী আহত হয়েছেন। কেউ কেউ নিহতও হয়েছেন। আহত অনেক শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায়  আমাদের মানসিক অবস্থা ভালো নেই। আগে পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ায় এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এখন মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়ার কথা ছিল। কিন্তু এখনও আমাদের পরীক্ষা নিয়ে চিন্তা করতে হয়। এই অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে বাকি পরীক্ষাগুলো বিশেষ বিবেচনায় এনে ফলাফল প্রকাশের দাবি জানান মানববন্ধনকারীরা।

বাগেরহাট সরকারি মহিলা কলেজের এইসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার বলেন, আমাদের ভাই বোনেরা রাজপথে রক্তদিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। তারা অনেকেই অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা এখন পরীক্ষার হলে বসার মতো পরিস্থিতিতে নাই। তাদের কিভাবে রেজাল্ট দেওয়া হবে?

সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের এইসএসসি পরীক্ষার্থী শাহরিয়ার রায়হান নির্জন বলেন, ২০২৪ সালের পরীক্ষার্থীরা নানা কারণে অনেক পিছিয়ে আছি। তার উপর দেশের এই অবস্থায় খুবই শঙ্কিত আমরা। এই অবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষার চাপ না দিয়ে, বিকল্প কোন পদ্ধতিতে ফলাফল দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে।

বাগেরহাট বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের প্রতিবন্ধী শিক্ষার্থী মোহাম্মদ আজিজ করিম বলেন, আসলে সার্বিকভাবে এখন আমরা পরীক্ষা দেওয়ার মত অবস্থায় নেই। যেকোনোভাবে বিকল্প ব্যবস্থায় আমাদের এচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করে উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া হোক।

ইএইচ

Link copied!