Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

আগস্ট ১৭, ২০২৪, ০৫:৪৬ পিএম


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জামাল উদ্দিন ভুঁইয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত ভিসিরা পদত্যাগ করলেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ আঁকড়ে থাকার পাঁয়তারা করছেন। তিনি অজ্ঞাত স্থান থেকে সন্দেহজনক স্মারকে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করণের নোটিশ সবার মোবাইলে পাঠাচ্ছেন। তিনি পদ ধরে রাখতে নানা ষড়যন্ত্র করছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে বলে বক্তারা জানান।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য দেন- মাহমুদুর রহমান, আজিজুল হক, ড. আতাউর রহমান, ড. সুলতান আহমেদ, ড. ছিদ্দিকুল ইসলাম।

এর আগে, ভিসিকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। পদত্যাগ না করায় ভিসি অফিসে তালা দেয় তারা।

ইএইচ

Link copied!