Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৪, ০৬:৫৪ পিএম


কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময়

গাজীপুরের কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

শনিবার বিকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়বোলা শ্রী শ্রী কালীবাড়িতে অনুষ্ঠিত সভায় বিমল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য দেন- কালীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি হুমায়ুন মাস্টার, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনর রশিদ দেওয়ান।

হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন- মরণ মাস্টার, খগেন্দ্র মাস্টার, বীরেন্দ্র চন্দ্র দেবনাথ, শীতল চন্দ্র দেবনাথ, ড. শরৎ চন্দ দেবনাথ।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি ইব্রাহিম প্রধান, পৌর কাউন্সিলর মোমেন, জামালপর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন, জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকার, সাবেক যুবদল সভাপতি মানসুর হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি ইয়ামিন শেখ, সাবেক প্রচার সম্পাদক মৈজদ্দিন শেখ, সাবেক ৩নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি সামসুল হক জুয়েল মাস্টার, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেণিপেশার মানুষ।

ইএইচ

Link copied!