Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মেয়রের পদত্যাগের দাবিতে ফরিদগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের অবস্থান

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৪, ০৭:১১ পিএম


মেয়রের পদত্যাগের দাবিতে ফরিদগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের অবস্থান

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ।

শনিবার সকালে পৌর মেয়রের পদত্যাগের দাবিতে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পৌরসভার চত্বরে চলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি।

অবস্থান কর্মসূচিতে ছাত্রসমাজের পক্ষে বক্তব্য দেন- শাকিল মুশফিক, ইমাম হোসেন, মো. আতিক হোসেন, জিহাদুল ইসলাম।

এ সময় তারা বলেন, পৌরসভাটি খ শ্রেণি থেকে ক শ্রেণিতে উন্নীত হলেও সেবার মান বাড়েনি। বরং দুর্নীতি বেড়েছে। এই ফ্যাসিবাদ মেয়র পৌরসভাকে অনিয়মের তীর্থস্থান হিসেবে গড়ে তুলে নিজে ও তার মেয়ে মিলে তৈরি করেছেন কালো টাকার পাহাড়। বৈষম্যমূলক আচরণের মাধ্যমে অটোরিকশা চালক থেকে শুরু করে এমন কোন শ্রেণি পেশার মানুষ নেই যাদের সাথে অন্যায়  আচরণ করেনি। তাই আমরা এই ফ্যাসিবাদ মেয়রের পদত্যাগ দাবি করছি। একই সাথে তার দোসর অর্থ কেলেঙ্কারির মূল হোতা পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিনেরও পদত্যাগ দাবি করেন তারা।

এদিকে একই সময়ে ছাত্র সমাজের ব্যানারে আরেকটি দল পৌরসভার সামনে অটোবাইক দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। তারাও পৌর মেয়রের পদত্যাগ দাবি করেন।

ইএইচ

Link copied!