কিশোরগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৪, ০৭:২২ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৪, ০৭:২২ পিএম
কিশোরগঞ্জে কাজে ফেরায় পুলিশ বাহিনীকে ফুলের মাধ্যমে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফাসহ থানার অন্যান্য পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের শিক্ষার্থীরা।
এ সময় তারা পুলিশের কাছে কিছু দাবি তুলে ধরেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, এখন থেকে পুলিশকে সহযোগিতার জন্য সবসময় শিক্ষার্থীরা পাশে আছে। আমরা কিশোরগঞ্জ সদর উপজেলার সাধারণ শিক্ষার্থীরা পুলিশ কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করছি।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- আবিদ আহসাব সাদাব (ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়), তৌফিক মহিম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), রাব্বি হাসান তনিক (ইশাখা বিশ্ববিদ্যালয়), মামুন আহমেদ (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), তাহিম (আজিম উদ্দিন স্কুল), নেওয়াজ আজিম (গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ), অন্তরা (অ্যাকাউন্টিং বিভাগ সরকারি মহিলা কলেজ), জেবা আফতাবুন ইসলাম কারিকা (গুরুদয়াল সরকারি কলেজ), মিনহাজুল হক (বাংলাদেশের স্টেট ইউনিভার্সিটি), আশরাফুল ইসলাম বিজয় (শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট), শামস আহমেদ সিজান (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), আনান শরীফ (জাতীয় বিশ্ববিদ্যালয়), শারিয়ার ইসলাম সম্রাট (ঢাকা বিশ্ববিদ্যালয়), সৌরভ (পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজ), মহিবুল হাসান রিফাত (ওয়ালিনেওয়াজ খান কলেজ) প্রমুখ।
ইএইচ